Sunday, September 8, 2024
বাড়িরাজ্যভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস

ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : আগরতলার মিলনচক্র এলাকায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মিলন চক্র এলাকায় এইদিন সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

পরে সংগঠনের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠ্যাংরে জি-র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সাধারন সম্পাদক বিনয় মল্লিক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৯৫৫ সালের ২৩ জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা হয়। এই সংগঠনের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রহিতে কাজ করা।

এদিকে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশনের পক্ষ থেকে বি এম এস -এর ৬৮ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সকাল বেলা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে বি এম এস -এর ৬৮ তম প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে তুলে ধরেন উদ্যোক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য