স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : মোরগি চুরির অভিযোগে পঞ্চায়েত সদস্যার স্বামীকে গণ ধোলাই দিয়ে তক্তা করলো এলাকাবাসী। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি নিজে। ঘটনার বিবরণে জানা গেছে বেজিরামার পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে মুরগি চুরির ঘটনায় অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
চোরের যন্ত্রনায় অতিষ্ঠ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান খালেক মিয়াও। শেষ পর্যন্ত শনিবার রাতে মুরগি চুরির সময় দুই যুবককে আটক করে এলাকাবাসী। তাদের মধ্যে একজন বেজিমারা গ্রামের ৪ নং ওয়ার্ডের মেম্বারের স্বামী ইসলাম মিয়া। ধৃত অপর চোর জানায়, ইসমাইল তাদেরকে চুরির জন্য পাঠায়। তাই গ্রামের মানুষ ইসমাইলকে পেয়ে গণ ধোলাই দেয়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ইসমাইলকে। বর্তমানে তার অবস্থান আশংকা জনক। ঘটনার জেরে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পুলিশ এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।