Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজামিন পেলেন বাম নারী নেত্রীরা

জামিন পেলেন বাম নারী নেত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি: ২০২০ সালে ১ জুন জনগণের একাধিক দাবিকে সামনে রেখে বামেদের নারী সংগঠন রাজধানীর মেলার মাঠ স্থিত পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করার জন্য প্রস্তুতি নিলে পুলিশ গিয়ে বাধা দেয়। এবং করোনা পরিস্থিতির মধ্যে জামায়েত করায় পশ্চিম থানার পুলিশ রাজ্যসভার সাংসদ ঝর্না দাস বৈদ্য, ছায়া বল, কৃষ্ণা রক্ষিত, এবং লিপিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা নেয়। আদালত সোমবার রাজ্যসভার সাংসদ ঝর্না দাস বৈদ্য, ছায়া বল, কৃষ্ণা রক্ষিত, এবং লিপিকা চৌধুরীকে কোর্টে হাজির থাকার জন্য নির্দেশ দেয়।

 সে মোতাবেক সোমবার আদালতে হাজির হন চার নারী নেত্রী। পরবর্তী সময় জামিন পেয়ে যান নারী নেত্রীরা। সংসদ ঝর্না দাস বৈদ্য সেদিনের ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, নারীনেত্রী লিপিকা চৌধুরীকে পুলিশ গাড়িতে টেনে-হিঁচড়ে তুলতে চায়। তখন আঘাত প্রাপ্ত হয়েছিলেন লিপিকা চৌধুরী। এ বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। হাইকোর্ট থেকে লিপিকা চৌধুরীর পক্ষে রায় বের হয়। তাই পরবর্তী সময় চার নারী নেত্রীর বিরুদ্ধে মামলা করে। আসলে ক্ষমতাসীন দল বিজেপি চায় অন্যান্য রাজনৈতিক দলগুলি যাতে জনগণের স্বার্থে কথা বলতে না পারে। আর তাই স্বৈরাচারী বিজেপি নিজেদের অন্যায় ডাকতে মিথ্যা মামলায় জড়াচ্ছে বলে অভিযোগ তুলে ঝর্ণা দাশ বৈদ্য।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য