Thursday, March 23, 2023
বাড়িরাজ্যশহরে মাস্ক অভিযান

শহরে মাস্ক অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি: কোভিড রুখতে সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন বাজার, শপিংমল ও রাস্তাঘাটে মাস্ক এনফোর্সমেন্ট চালায়। দোকানে এবং রাস্তাঘাটে  যারা মাস্কে না পরছ ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছ থেকে আদায় করা হয় জরিমানা। একই সঙ্গে সচেতন করা তাদের। ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এদিন রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনী সহ বিভিন্ন দোকান গুলিতে এই অভিযান চালানো হয়। এদিন অভিযান চালানোর সময় কিছু দোকান মালিক ও কর্মচারী অভিযানকারী দলের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের সচেতন করার চেষ্টা করা হয়। এই বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিসিএম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য