স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : সোমবার বড়দোয়ালি এলাকায় সড়কের পাশে থাকা বাজারের দোকানগুলিকে মূল সড়ক থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় তাদের মূল বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই পক্রিয়া ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সকলে যাতে ব্যবসা করতে তার ব্যবস্থা করবে পুর নিগম।
জীবন সুরক্ষিত রাখার কাজ আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। নির্বাচনের আগে পুর নিগমবাসীকে বলা হয়েছিল আগরতলা শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাজার গুলির উন্নয়ন করা হবে। রাস্তা ও ফুটপাথ দখল মুক্ত করে যানজট দূর করে চলাচলের ব্যবস্থা করা হবে। মানুষ আস্থা রেখেছে। এবার প্রতিশ্রুতি পালন করার পালা। রাস্তাঘাট পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাজার গুলির উন্নয়ন ঘটানো কাজ শুরু হয়েছে। এই অবস্থায় যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তার পাশে বসে ব্যবসা করেন তাদের নিরাপত্তা ও জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের মূল বাজারে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়। এই ক্ষেত্রে এধরনের বাজারের ব্যবসায়ীদের কাছে আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্থানীয় কাউন্সিলর। বাকী সমস্ত বাজার গুলিকেও সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে তারা সরিয়ে না নিলে ব্যবস্থা নেবে পুর নিগম বলে জানান তিনি।