Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসংক্রমিত আরো ৬৪১ জন, মৃত্যু ২

সংক্রমিত আরো ৬৪১ জন, মৃত্যু ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : রাজ্যে সংক্রমণ রকেট গতিতে বাড়ছে। প্রতিদিন সংক্রমণের পাশাপাশি রাজ্যে মৃত্যুর হারও বেড়ে চলেছে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে সচেতন মহলের ধারণা। কিন্তু স্বাস্থ্য দপ্তরের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬৪১ জন। নমুনা পরীক্ষা হয়েছিল ৫১৬০ জনের।

সংক্রমণের দিকে শীর্ষস্থানে এখনো রয়ে গেছে পশ্চিম জেলা। পশ্চিম জেলায় সংক্রমিত ২৭৮ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ৩৪ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৬০ জন, গোমতি জেলায় সংক্রমিত ৩৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ৬০ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৫০ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৪ জন এবং উত্তর জেলায় ৯২ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে রাজ্যের সংক্রমণের হার বেড়ে দাঁড়ায় ১১.৮৩ শতাংশ। মৃত্যুর হার দাঁড়ায় ০.৯১ শতাংশে। তবে নমুনা পরীক্ষার হার অনেকটাই কমে গেছে বলে আশঙ্কা করছে সচেতন মহল। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি কাছ থেকে দাবি উঠছে যাতে নমুনা পরীক্ষা হার বাড়ানো হয়। রাজ্যে নমুনা পরীক্ষার হার প্রতিদিন ১২০০০-১৫০০০ করার মত ব্যবস্থাপনা রয়েছে। যদি গণহারে নমুনা পরীক্ষা করা যায় তাহলে সংক্রমণ আরও দ্রুত শনাক্ত হবে। কারণ বর্তমানে ঘরে ঘরে সর্দি, জ্বর, কাশি প্রত্যক্ষ করা যাচ্ছে। মানুষ জ্বর, সর্দি-কাশি নিয়ে এক প্রকার গাফিলতি করে চলেছে। দীর্ঘ সময় পর নমুনা পরীক্ষা করতে হাসপাতলে আসছে। এতে করে করোনায় অনেকটাই ছড়িয়ে পড়ছে। রাজ্যে বর্তমানে করোনা রোগী রয়েছে ৫,৬০২ জন। এর মধ্যে অধিকাংশই রয়েছে হোম আইসোলেশনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য