Monday, January 20, 2025
বাড়িরাজ্যস্কুল ছাত্রকে ইনজেকশন দিয়ে পালিয়ে গেল ভেকধারী সেবিকা

স্কুল ছাত্রকে ইনজেকশন দিয়ে পালিয়ে গেল ভেকধারী সেবিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : নয়া আতঙ্কের আমদানি হল রাজ্যে। স্কুল ছুটির পর স্কুল পড়ুয়া ছাত্রকে কৃমির ইনজেকশনের নাম করে ইনজেকশন দিয়ে পালিয়ে গেল ভেকধারী সেবিকা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া মহকুমার বড়পাথরী কুকিছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের সামনে। গুরুতর আহত এক ছাত্র বর্তমানে বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবারও বিলোনিয়া মহকুমার বড়পাথরী কুকিছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রাত বিভাগের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যায়। যথারীতি বিদ্যালয় ছুটির পর ছাত্র-ছাত্রীরা নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। শিক্ষক-শিক্ষিকারাও নিজ বাড়িতে চলে যান। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসার পর একটি কালো রঙ্গের মারুতি ভ্যান গাড়ি স্কুলের সামনে উপস্থিত হয়। মারুতি ভ্যান থেকে সেবিকার পোশাক পরিধান করা দুই মহিলা নামে। এই দুই মহিলা স্কুল পড়ুয়া ছাত্রদের ডাক দেয়। তখন কিছু ছাত্র পালিয়ে যায়। চার থেকে পাঁচজন ছাত্র দুই মহিলার কাছে যায়। দুই মহিলা কাল বিলম্ব না করে কৃমি নাশক ইনজেকশনের কথা বলে ছাত্রদের একটি করে ইনজেকশন পুশ করে দিয়ে ঘটনাস্থল থেকে গাড়ি সহ চম্পট দেয়। তারপর ছাত্ররা বাড়িতে চলে যায়। কিন্তু এক ছাত্র বাড়িতে যাওয়ার পর হাতে ব্যথা সহ মাথা ঘুরানি শুরু হয়। পরিবারের লোকজন এই ছাত্রকে কি হয়েছে প্রশ্ন করলে সে গোটা ঘটনার বিষয়ে জানায়। সাথে সাথে এই ছাত্র-কে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। গোটা ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করেন আহত ছাত্রর মা।

এইদিকে হাসপাতালে নিয়ে আসার পর আহত ছাত্র-র অবস্থা অবনতির দিকে যেতে থাকে। সাথে সাথে হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা শুরু করে। কিন্তু হাসপাতালের চিকিৎসকরাও অন্ধকারের মধ্যে। কারন ভেকধারি সেবিকারা এই ছাত্রকে কিসের ইনজেকশন দিয়েছে তা অজানা। তবে হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ঘটনার বিষয়ে পুলিসকেও অবগত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত কোন ঔষধ কোম্পানি নতুন কোন ওষুধ প্রস্তুত করলে সেই ঔষধ পরীক্ষা মূলক ভাবে ধাপে ধাপে বিভিন্ন পশু সহ মানুব দেহে পরীক্ষা করা হয়। এই ঘটনার পিছনেও কি কোন ঔষধ কোম্পানির হাত রয়েছে? যদিও বিষয়টি নিশ্চিত নয়। এই ঘটনার পিছনে পাচারকারী কিংবা নেশা কারবারিদের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। অভিজ্ঞ মহলের মতে পুলিশের সঠিক তদন্তে গোটা রহস্যের পর্দা উন্মোচন হতে পারে। কেন কি উদ্দেশ্যে এই ইনজেকশন দেওয়া হল, প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।কোন ঔষধ কোম্পানির পরীক্ষা নাকি নেশা কারবারিদের চাল। বুঝা বড় দায়। কিন্তু টার্গেট, কেন স্কুল পড়ুয়ারা। কিসের ইনজেকশন দেওয়া হয় স্কুল পড়ুয়া ছাত্রকে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য