Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যঘোষণা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ -র ফলাফল

ঘোষণা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ -র ফলাফল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ -র ফলাফল ঘোষণা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ড. ভবতোষ সাহা এদিন সাংবাদিক সম্মেলন করে ফলাফলের ঘোষণা দেন। তিনি বলেন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে তিনটি বিষয়ে রিভিউ দিতে পারে ছাত্রছাত্রীরা। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর যথারীতি রিভিউ দিয়েছে ছাত্রছাত্রীরা। মাধ্যমিকের ২০৫৯ জন ছাত্র-ছাত্রী রিভিউ -এর জন্য আবেদন করে।

 তারা মোট চার হাজার সাতশ সাতটি বিষয়ের উপর আবেদন জানায় পর্ষদে। এরমধ্যে ৮১১ জনের নম্বর পরিবর্তন হয়েছে। মাধ্যমিকে রিভিউ এর ফলাফলের যাদের নম্বর পরিবর্তন হয়েছে তাদের মধ্যে অধিকাংশেরই এক থেকে দুই নম্বর বৃদ্ধি পেয়েছে। কিন্তু নাম্বার বাড়ার ফলে ৫৮ জন পাশ করে নিয়েছে। তাদের আর বছর বাঁচাও পরীক্ষায় বসতে হবে না। অপরদিকে উচ্চমাধ্যমিকে ১৪২৯ জন ছাত্র-ছাত্রী ৩০৭৮ টি বিষয়ে আবেদন করেছিল। এর মধ্যে ৬০৪ জনের নম্বর পরিবর্তন হয়েছে। অপরদিকে মাদ্রাসা ফাজিল তিনজন রিভিউ এর জন্য আবেদন করেছিল। তারা সকলেরই নম্বর পরিবর্তন হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরো জানান, যাদের নম্বর পরিবর্তন হয়েছে তাদের পুরনো মার্কশিট আগামী দু দিনের মধ্যে নিজ নিজ স্কুলে জমা দেওয়ার পর নতুন করে মার্কশিট দেওয়া হবে।

 যারা রিভিউ এর ফলাফলের সন্তুষ্ট নয় তারা অভিভাবক কিংবা কোন শিক্ষক শিক্ষিকা নিয়ে এসে খাতা দেখার সুযোগ রয়েছে। এর জন্য ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ৪০ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। আগামী ১৮ জুলাই তাদের খাতা দেখার সুযোগ দেওয়া হবে। আগামী ১৭ জুলাই পর্যন্ত বছর বাঁচাও পরীক্ষার জন্য আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ হাজার ছাত্রছাত্রী এবার বছর বছর পরীক্ষায় বসতে চলেছে। আগস্ট মাসে ২ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত হবে বছর বাঁচাও পরীক্ষা হবে। বছর বাঁচাও পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। যাতে তারা এ বছরই পরবর্তী ক্লাসে ভর্তির সুযোগ পায় বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ড. দুলাল দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য