Saturday, January 25, 2025
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সহযোগিতা

ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সহযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : রবিবার আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগ নির্বাচিত দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 তিনি বলেন, উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের এ ধরনের আয়োজন নতুন নয়। প্রতিবছর তারা রাজ্যে ছাত্রছাত্রীদের বেছে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান নিঃসন্দেহে এক মহতি অনুষ্ঠান। এতে করে রাজ্যের বহু ছেলে-মেয়ে যেমন উৎসাহিত হয় তেমনি তারা উপকৃত হয়। ভবিষ্যতে তারা এগিয়ে যাওয়ার দিশা এ ধরনের অনুষ্ঠান থেকে খুঁজে পায়। আগামী দিনেও এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মানিক সরকার। এই দিন অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য