স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : রবিবার আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগ নির্বাচিত দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি বলেন, উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের এ ধরনের আয়োজন নতুন নয়। প্রতিবছর তারা রাজ্যে ছাত্রছাত্রীদের বেছে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান নিঃসন্দেহে এক মহতি অনুষ্ঠান। এতে করে রাজ্যের বহু ছেলে-মেয়ে যেমন উৎসাহিত হয় তেমনি তারা উপকৃত হয়। ভবিষ্যতে তারা এগিয়ে যাওয়ার দিশা এ ধরনের অনুষ্ঠান থেকে খুঁজে পায়। আগামী দিনেও এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মানিক সরকার। এই দিন অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়।