Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রী রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছেন : মু্খ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছেন : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : মানুষের দেহে ঈশ্বর প্রদত্ত বড় উপহার রক্ত। আর এই উপহার একজন মানুষ অপরজনের জীবন বাঁচানোর জন্য প্রদান করেন। সুতরাং এর চাইতে বড় কোন উপহার হতে পারে না। রবিবার স্মৃতি ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষের চরিত্রের সঙ্গে রক্তের সম্পর্ক আছে।

রক্তের কোন ধর্ম নেই। ঠিক তেমনি ভাবে সামাজিক কাজের কোন ধর্ম নেই। কাজের মাধ্যমেই মানুষের পরিচিতি মেলে। সমাজের মধ্যে রাজনৈতিক ও সামাজিক ভাবে এই আস্থা থাকা প্রয়োজন। এখানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোর প্রসঙ্গে বলেন, ক্লাব গুলিকে নিরপেক্ষ হয়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তবেই মানুষের আস্থা বাড়বে। বিধানসভার অধিবেশনের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী আক্ষেপের সঙ্গে জানান এই দৃশ্য বিধানসভায় দেখতে হবে তা কেউ ভাবতে পারেনি। এদের মত রাজনীতিবীদ তিনি হতে চান না বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

 তারা সারাজীবন এভাবেই চালিয়ে এসেছে। মানুষ তাদের বুঝে গেছে। এতকাল মানুষের কোন কাছে কোন বিকল্প ছিল না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছেন। রক্ত ও জলের মধ্যে কোন ধর্ম ও রাজনীতি হয় না। এই দর্শন সমাজ জীবনে নিয়ে চলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ক্লাবের সংস্কৃতিতে বদল এসেছে। এই ক্ষেত্রে শহরের উপকণ্ঠে থাকা ক্লাব গুলিকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নেশার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে সামিল হতেও বার্তা দেন তিনি। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা। পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদান শিবিরে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য