স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : লোকসভা নির্বাচনকে পাখির চোখ কবে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি। চলছে ভাঙ্গা গড়া। রবিবার ভারতীয় জনতা পার্টির ৪ বড়জলা মন্ডলের উদ্যোগে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদান কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএম কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে ৩০০ জন সমর্থক ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়।
এদিন তার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, চার বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায়, কিশান মোর্চার রাজ্য সম্পাদক অসীত রায় সহ আরো অনেকেই। এক সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস জানিয়েছেন ২০২৪ লোকসভা নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে দেশ এবং জনগণের স্বার্থে একাধিক সাহসী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কল্যাণ মূলক কাজ করে গেছেন।