Monday, January 13, 2025
বাড়িরাজ্যকুমারঘাটে রথ দুর্ঘটনার দুই দিন পর দায়সারা বিবৃতি দিল ইসকনের

কুমারঘাটে রথ দুর্ঘটনার দুই দিন পর দায়সারা বিবৃতি দিল ইসকনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : অতি সন্ন্যাসে গাজন নষ্ট, তারা প্রমাণ দিল গত বুধবার কুমারঘাট ইসকন মন্দির কর্তৃপক্ষ। সেদিন কুমারঘাটে ইসকনের উল্টো রথ বের হওয়ার সময় আচমকা রোড ম্যাপ পরিবর্তন করেছিল কিছু অতিভক্তি সন্ন্যাসরা। যার পরিণাম হলো গণহত্যা। অবশেষে শুক্রবার কুমারঘাটের ঘটনা নিয়ে এক প্রকার বাধ্য হয়ে ইসকন আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে জানান জিবি হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে ইসকন।

 তাদের পরিবারের লোকজনদের থাকতে সমস্যা হলে ইসকনে বিনামূল্যে থাকতে পারবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করার চিন্তা ভাবনা করছে ইস্কন। নিহতদের পরিবারের কেউ পড়া লেখা করার মতো থাকলে বামুটিয়াস্থিত ইসকনের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ালেখা করতে পারবে। তবে তাদের থাকার ব্যবস্থা নিজেদের করতে হবে। ইস্কনের রথের উচ্চতা কিংবা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য এতদিন কোন কমিটি ছিল না। তাও এইদিন ইসকন আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাসের বক্তব্য থেকে স্পষ্ট। তিনি জানান ইসকনের রথের সাইজ, নিরাপত্তার বিষয় গুলি দেখার জন্য নতুন করে একটা কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি ঠিক করবে কি ভাবে সমগ্র ভারতে ইস্কনের রথ পরিচালিত হবে। কাঠের পরিবর্তে লোহা দিয়ে রথ তৈরি করার বিষয়ে প্রশ্ন করা হলে ইসকন আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস জানান পুরির যে রথ রয়েছে সেইটি কাঠের। পুরিতে একটা ট্র্যাডিশন অনুসরণ করা হয়। পুরির ন্যায় সকল জায়গায় সবকিছু করা সম্ভব নয়। তিনি কাঠের রথ ও লোহার রড নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তা নিয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন। তিনি এইদিন সাংবাদিকদের জানান কুমারঘাটের ঘটনা নিয়ে ইসকনের পক্ষ থেকে আভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে। সর্বভারতীয় একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তিনি সুকৌশলে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন এই ধরনের ঘটনা অন্য কোন জায়গায়ও ঘটতে পারত। কুমারঘাটে রথ টানার জন্য ইসকনের কাছে প্রশাসনের অনুমতি ছিল কিনা সেই বিষয়েও স্পষ্ট কোন কিছু বলতে পারেন নি। আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস এইদিন ইসকনের মান বাঁচানোর জন্য ঢাল তরোয়াল হীন নিধিরাম সর্দারের ন্যায় সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি কোন বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেন নি। নিহতদের পরিবারের ছাত্র-ছাত্রীদের ইসকনের বিদ্যালয়ে পড়ালেখার ব্যবস্থা করা হবে বলেছেন, কিন্তু আগরতলায় তাদের থাকার ব্যবস্থা করবে না ইস্কন। তাহলে এই সুবিধা দেওয়ার কি মানে রইল। কুমারঘাটের ঘটনার আগে ইসকনের রথ পরিচালনার জন্য ছিল না কোন কমিটিও। দুর্ঘটনার পর নিজেদের দায় এড়াতে তড়িঘড়ি ইস্কন কমিটি গঠন করল। কুমারঘাটের উল্টো রথের রাস্তা পরিবর্তন নিয়েও এইদিন ইসকন আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাসের মুখে কোন কিছু শুনা যায় নি। কুমারঘাটের ঘটনার জন্য সম্পূর্ণ ভাবে ইস্কন দায়ী তা এইদিন ইসকন আগরতলার সভাপতি শ্রীধাম গোবিন্দ দাসের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট। ইসকন কোন ভাবেই কুমারঘাটের দায় এড়াতে পারে না বলে অভিমত বিভিন্ন মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য