স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : শুক্রবার রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে বায়ো টয়লেটের উদ্বোধন হয়। এদিন আগরতলা পুর নিগমের নিগমের মেয়র দীপক মজুমদার এর সূচনা করেন। আগরতলা শহরের শিশু উদ্যান সংলগ্ন এলাকায় পুর নিগমের দেওয়া জায়গায় ফাইভ চেম্বার বায়ো টয়লেট তৈরি করা হয়।
রোটারি ক্লাবের উদ্যোগে ডিস্ট্রিক্ট গ্লোবাল গ্রান্ট থেকে আর্থিক সহায়তায় এগুলি তৈরি করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, রোটারি ক্লাব অব আগরতলার. শুভব্রত দেব, ডাঃ. অচিন্ত্য ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। জনসাধারণ পয়সা দিয়ে এগুলির পরিষেবা নিতে পারবেন।