স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : শনিবার রাজধানীর এম বি বি ক্লাব সংলগ্ন সি আর রোডে সৎ ভাবনার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। তিনি রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করে বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর আহবানে সারা রাজ্যের মানুষের মধ্যে রক্তদানের উৎসাহ বৃদ্ধি পেয়েছে। কারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন হয়। কিন্তু পৃথিবীতে মানুষ হাজার হাজার বছর ধরে রক্তের বিকল্প তৈরি করতে পারে নি।
তিনি আরো বলেন রক্তদান করে মানুষকে জীবন দান করা চেয়ে বড় কোনো দান হতে পারে না। তবে রক্তদানের পাশাপাশি সকলকে দেহ দানের জন্য এগিয়ে আসতে হবে। কারণ একটি মৃতদেহ দিয়ে ৫০ জনের উপকার হয়। বিশেষ করে দেহদানে বহু মানুষ চক্ষু এবং কিডনি মত গুরুত্বপূর্ণ অঙ্গ ফিরে পায়। আমাদের দেশে এর সংখ্যাটা অনেক কম। মাত্র ০.১ শতাংশ মানুষ মরণোত্তর দেহদান করেন। তাই সকলের প্রতি গুরুত্ব দিয়ে মরণোত্তর দেহদানে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দেহ দানের ফলে ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রয়োজন হয়। নাহলে তারা ডাক্তারি শিখতে পারবে না। তাই সৎ ভাবনার মত সামাজিক সংস্থা সহ সকল অংশের মানুষকে মরণোত্তর দেহ দানের সম্পর্কে সচেতন করতে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তিনি। স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আরো বলেন মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আরো বলেন, মানুষের মৃত্যুর পর এই দেহটা কোন কাজে আসে না। তাই সৎকার করার চেয়ে যদি মানুষের উপকারে আসে তাহলে তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই তিনি সকলের উদ্দেশ্যে মরণোত্তর দেহ দানে অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানান। পরবর্তী সময়ে রক্তদান শিবিরটি তিনি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।