স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে মারধর করে গুরুতর আহত করলো পাম্প অপারেটররা। ঘটনা কমলপুর মহকুমা ডাববাড়ি এলাকায়। আহত মহিলা গ্রাম প্রধানের নাম অর্পিতা বৈদ্য। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর মহকুমার ডাববাড়ি এলাকায় পঞ্চায়েতের প্রধান অর্পিতা বৈদ্যকে শুক্রবার রাত সাড়ে নয়টার নাগাদ গ্রামেররোই মৃদুল দেবনাথ, ধর্মেন্দ্র দেবনাথ সহ আরও কয়েকজন মিলে মারধর করে।
সাথে তার বাড়িতে বেড়াতে আসা বিবাহিত তার ছোট বোন অঞ্জনা শুক্লাবৈদ্যকে আক্রান্ত করে বলে অভিযোগ। আরো জানা যায়, যারা আক্রমণ করেছে তারা পেশায় পাম্প অপারেটর। তারা ঠিকভাবে তাদের ডিউটি পালন না করার ফলে প্রধান তাদের বেতন বন্ধ করে দেওয়ায় এই হামলার ঘটনা। সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। প্রধান বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।