Thursday, March 23, 2023
বাড়িরাজ্য১ টাকার বিনিময়ে দুপুরের খাবারের দুইশত তম দিন উপলক্ষে গেলেন প্রতিমা

১ টাকার বিনিময়ে দুপুরের খাবারের দুইশত তম দিন উপলক্ষে গেলেন প্রতিমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : শহরের দুঃস্থ ও গরিবদের ১ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের দুইশত তম দিন উদযাপন উপলক্ষ্যে সোমবার বটতলা যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার শিল্পী সেন, জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা।

 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বটতলা এলাকায় পার্কিং থেকে সংগ্রহীত অর্থ রোজগারের জন্য না নিয়ে তা দুঃস্থ ও গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। অনেক বড় কাজ করছেন তারা। এই প্রচেষ্টা যাতে আগামী দিনেও অব্যাহত থাকে তার আশা ব্যক্ত করেন তিনি। আগে এই ধরনের উদ্যোগ দেখা যেত না। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে দলীয় কার্যালয়, নেতাদের ব্যাঙ্ক ব্যালেন্স স্ফীত করা হত। এই পরিস্থিতি থেকে বেরিয়ে পার্কিং-র টাকা দিয়ে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবটা সরকারের মাধ্যমে সম্ভব নয়। তাই জনগনকে এগিয়ে আসতে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে কোভিডের বিধি মেনে চলার জন্য সকলের উদ্দেশ্যে বার্তা দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য