Monday, February 17, 2025
বাড়িরাজ্যটেন্ডার শেষ হয়ে যাওয়ায় সিএনজি স্টেশন বন্ধ

টেন্ডার শেষ হয়ে যাওয়ায় সিএনজি স্টেশন বন্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : টেন্ডার শেষ হয়ে যাওয়ায় সিএনজি স্টেশন বন্ধ হয়ে আছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বেশ কিছু সি এন জি স্টেশন বন্ধ থাকবে। ফলে এল সি ভি গাড়ি চালক এবং শ্রমিকরা বেকাদায় পড়েছে। তাদের আশঙ্কা কর্মচ্যুত হতে পারে। ফলে গত দু’দিন ধরে চন্দ্রপুর আই এস বি টি তে জড়ো হয়ে আছে।

 জানা যায় টি এন জি সি এল এবং তিন ব্যবসায়ির মধ্যে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩১ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সাতদিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোন উদ্যোগ না নেওয়ায় রাজধানীর বড়জলা, রাধানগর, এন জি সাহা, রানির বাজার, কলাবাগান, মোহনপুর, গিরিধারী এবং মাতাবাড়ি সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে গাড়ি চালকদের মাথায় হাত। তারা কর্মচ্যুত হওয়ার আশঙ্কায় ভুগছে। গত ৮ জানুয়ারি থেকে তাদের গাড়িগুলি লোড না করার কথা বলা হয়েছে টি এন জি সি এল-এর পক্ষ থেকে। বর্তমানে তারা আইএসবিটি -তে জড়ো হয়ে বসে আছে। তারা জানায় মুখ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখুক। কারণে এর মাধ্যমে তাদের পরিবার পরিচালনা হয়। রাজ্যে ৩৫ টি এল সি ভি গাড়ি আছে। এতে নিয়োজিত আছে প্রায় ১০০ শ্রমিক। তবে এতে বাকী সি এন জি স্টেশন গুলির মধ্যে বাড়ছে সিএনজি পরিচালিত গাড়ির ভিড়। সেসব গাড়িচালকরা এতে ক্ষোভ উগড়ে দেয়। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য