Thursday, March 23, 2023
বাড়িরাজ্যছন্দে ফিরে আসতে কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ

ছন্দে ফিরে আসতে কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : কংগ্রেসকে পুনর্জীবিত করতে বেশ তৎপর প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে রবিবার থেকে প্রদেশ কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ শুরু হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত মেম্বারশিপ ড্রাইভ চলবে।

এদিন প্রদেশ কংগ্রেস ভবনের মেম্বারশিপ ড্রাইভে উপস্থিত হয়ে মেম্বারশিপ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, সারা দেশে কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ শুরু হয়েছে। ভুয়া মেম্বারশিপ যাতে কেউ না হতে পারে তার জন্য নেওয়া হয়েছে মেম্বারশিপ ড্রাইভের ব্যবস্থাপনা। ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেসের নেতৃত্বরা মেম্বারশিপ ডাইভিং অংশ নিয়ে কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছেন। এবং আগামী দিনে দলের সক্রিয় কর্মী হয়ে কাজ করবে বলে জানান বীরজিৎ সিনহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য