স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : ২০২৩ -এর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নামার পরিকল্পনার নিচ্ছে সরকারের জোট সঙ্গী আই পি এফ টি। ২০১৮ -এর পর দলে তেমন কোনো উত্থান দেখা যায়নি বলে চলে।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে আই পি এফ টি-র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে এই বৈঠক করা হয়। বৈঠকে শাখা সংগঠন গুলির নেতৃত্বরাও অংশ নেয়। বৈঠকে পৌরহিত্য করেন আই পি এফ টি-র সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মুলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান, সদ্য সমাপ্ত দিল্লি অভিযান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আই পি এফ টি-র সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। বৈঠকে ছিলেন না আই পি এফ টি-র সভাপতি তথা মন্ত্রী এন সি দেববর্মা।