Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকরোনা পরিস্থিতি নিয়ে সদর মহকুমা শাসক অফিসে বৈঠক

করোনা পরিস্থিতি নিয়ে সদর মহকুমা শাসক অফিসে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি: কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে রাজ্যে। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। তার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে দেশ ও রাজ্য জুড়ে। শহরের বাজার এবং শপিং মল গুলিতে ভিড়ের এড়ানো যাচ্ছে না। ভিড় এড়িয়ে করোনা সংক্রমণ প্রতিহত করতে রবিবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে মার্চেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃত্বেদের সাথে কথা বলেন সদর মহকুমা শাসক। বৈঠকের পৌরহিত্য করেন সদর মহকুমা শাসক অসীম সাহা। তিনি জানান বিগত দিনে কোভীডের বিধি নিষেধ মেনে চলার ক্ষেত্রে সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছিল। এখন থেকে আবার সেই বিধি নিসেধ সম্পূর্ণ ভাবে মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মার্চেন্ট এ্যাসোসিয়েশন ও বাজারের কমিটি ও শপিং মলের কর্ণধারদের এই বিষয়টি দিকে নজর দিতে হবে। আগাম প্রস্তুতি হিসাবে এই বৈঠক বলে জানান তিনি। অফিসের কর্মচারীদের ১০০ শতাংশ মাস্ক পড়া বাধ্যতা মূলক করা হয়েছে। একই সঙ্গে বানিজ্যিক প্রতিষ্ঠান গুলির মালিক ও শ্রমিকদের ১০০ শতাংশ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। ক্রেতাদের মুখেও মাস্ক পরিধান করার বার্তা দেন সদর মহকুমা শাসক। আগের মত সচেতন হলে স্বাভাবিক জীবন নষ্ট হবে না। প্রিয় জনকে হারাতে হবে না বলে জানান তিনি। ডাবল ডোজ নেওয়ার পরেও কোভীড হতে পারে। তাই আগে থেকেই বিধি নিষেধ গুলিকে মান্যতা দেওয়ার জন্য আহ্বান জানান সদর মহকুমা শাসক অসীম সাহা। ভীড় নিয়ন্ত্রনে আনতে ও কোভীড সংক্রমণ রোধ করার জন্য এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য