স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে শনিবার মেলারমাঠ হজ ভবনে সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
এছাড়াও ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন, সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা সহ অন্যান্যরা। প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন অতিথিরা। কেন্দ্র ও রাজ্য সরকার বিশ্বাস করে যারা দুর্বল আছে তাদের সামনের সারিতে আনতে হবে। যে ধর্মের, প্রদেশের এবং জাতির হোক পিছিয়ে পড়াদের সামনে নিয়ে আসা সরকারের প্রথম কাজ। গতানুগতিক ভাবে অনেক কথা বলা হয়। বহু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার সাক্ষী রয়েছে রাজ্যবাসী। সরকার রাস্তা বানালে সেই রাস্তা দিয়ে সকলেই চলে। ষ্ট্রীট লাইট সকলের জন্যই। সাত লক্ষ মানুষকে ত্রান দেওয়া হয়েছে। সেখানে কোন ধর্ম , রং দেখা হয়নি। সবাইকে নিয়ে চলার প্রচেস্টায় কাউকে বাদ দিয়ে এই সরকার এগুবে না বলে জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।