Friday, February 7, 2025
বাড়িরাজ্যডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি গঠন করবে কংগ্রেস : বীরজিৎ

ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি গঠন করবে কংগ্রেস : বীরজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : এডিসি পূর্বতন সরকারের আমলে বঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকারের আমলে বঞ্চনার শিকার হচ্ছে। কারণ দিল্লি থেকে সরাসরি ফান্ড পাচ্ছে না তারা। ফলে তাদের উন্নয়ন হয়নি বলে চলে। আগামী কিছুদিনের মধ্যে প্রদেশ কংগ্রেস ১৯ টি আদিবাসী সম্প্রদায়কে অর্থনৈতিক বুনিয়াদ করার জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি গঠন করবে।

তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সাথে দাবি-দাওয়া নিয়ে সাক্ষাৎ করা হবে। পরবর্তী সময় প্রত্যেকটি ডিমান্ড কমিটি থেকে ১০ জন করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দাবি সনদ তুলে দেবে। দিল্লি যন্তর মন্তরে দুদিন ধর্নার পরিকল্পনা রয়েছে। আদিবাসীদের উন্নয়নের স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি আরো অভিযোগ তুলে বলেন, আদিবাসী অংশের কৃষকরা সঠিক সময়ে জমির বীজ এবং সার পাচ্ছে না। তাই আদিবাসীদের স্বার্থে শনিবার প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন আদিবাসী কংগ্রেসের নেতৃত্বদের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য