Thursday, April 18, 2024
বাড়িরাজ্যআগামীকাল রবিবার থেকে ত্রিপুরায় প্রবেশকারীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক

আগামীকাল রবিবার থেকে ত্রিপুরায় প্রবেশকারীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় হঠাৎ করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। সারা দেশেও একই অবস্থা। তাই বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আগামীকাল থেকে এই আদেশ কার্যকর হবে।

আজ শনিবার ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতর এক আদেশে জানিয়েছে, ৯ জানুয়ারি থেকে এমবিবি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং চুড়াইবাড়ি চেকগেট দিয়ে ত্রিপুরায় প্রবেশকারী সমস্ত যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক। এমন-কি কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা টিকার ডাবল ডোজ সার্টিফিকেট থাকলেও করোনার নমুনা পরীক্ষা করতে হবে।

দফতরের তরফে আজ সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিকদের এই আদেশনামা পাঠানো হয়েছে। সাথে এই আদেশ কঠোরভাবে পালন করতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য সমস্ত জেলাশাসক, জেলার পুলিশ সুপার, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা, সমস্ত রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং চুড়াইবাড়ি চেকগেটের ভারপ্রাপ্ত আধিকারিকদের অবগত করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য