Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যবর্ষায় নিগমের প্রস্তুতি

বর্ষায় নিগমের প্রস্তুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : প্রতিবছর প্রাক বর্ষা কিংবা বর্ষা রাজ্যে প্রবেশের পর অল্প সময়ের ভারী বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শহর আগরতলা। রাস্তাঘাট, কোথাও কোথাও বাড়ি ঘরে ঢুকে যায় জল। চরম ভোগান্তির শিকার হন মানুষ। তাই এই জল যন্ত্রণা থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য কাজ করে চলেছে বর্তমান আগরতলা পুর পরিষদ। পরিকল্পনা নিয়ে চলছে কাজ। এবছর প্রাক-বর্ষায় তেমন বৃষ্টি হয়নি। বর্ষাও এক সপ্তাহ দেরিতে প্রবেশ করেছে রাজ্যে। 

 ভারি বৃষ্টি হলে মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য আগে থেকেই পুর নিগম ব্যবস্থা নিয়ে রেখেছে। সোমবার এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আখাউড়া ও কালাপানিয়া খাল এবছর বাইরের কোম্পানির দক্ষ শ্রমিক দিয়ে পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডের মূল ড্রেন গুলি সাফাই করা হয়েছে। নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। শহরের জল যাতে দ্রুত বের করা যায় এজন্য ১৮ টি পাম্প রয়েছে। দুটি নতুন ভাবে বসানো হয়েছে। তিনি বলেন, সার্বিক ভাবে আগরতলা শহরে প্রচুর বৃষ্টি হলেও বেশিক্ষণ জল থাকার কথা নয় কিছু অংশে।মেয়র বলেন, ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর শহর বাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। মেয়রের আশা,এবছর যেভাবে ড্রেনগুলি সাফাই করা হয়েছে, নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে সার্বিক ভাবে শহরে বেশি সময় জল না জমারই কথা। তবে মেয়র যাই দাবি করুণ বর্ষায় ভারি বৃষ্টি হলেই বোঝা যাবে বাস্তবে কতটুকু উন্নত হয়েছে নিকাশি ব্যবস্থা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য