স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : সুশাসন জামানায় থানায় ঢুকে দুঃশাসন শাসক দলের নেতাদের। পুলিশ নেতাদের চোখে চোখ মেলাতে দশবার ভাবছে। এমনই ঘটনা প্রত্যক্ষ হলো রবিবার রাতে বিশালগড় থানায়। বিশালগড় থানাধীন কসবা এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে চলছে তীর জুয়া খেলার রমরমা আসর। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে রবিবার রাতের বেলা পুলিশ তাস খেলার আসর থেকে তিনজন যুবককে ধরে থানায় নিয়ে আসে।
তারপর এলাকার শাসক দলের নেতা নেতৃত্বে একদল বখাটে যুবক এসে বিশালগড় থানা ঘেরাও করে। থানার ভেতরে ঢুকে পুলিশকে শাসক দলের নাম ভাঙ্গিয়ে হুমকি দেয় বলে জানা যায়। শেষ পর্যন্ত পুলিশ রাজনৈতিক চাপে পড়ে তিনি অভিযুক্ত নন্দু সাহা, বিমল সাহা এবং অপর যুবককে ছেড়ে দেয়। আশ্চর্যজনক বিষয় হলো এদিন পুলিশ শাসক দলের নেতার কাছে এতটাই নতজানু হয়ে গেছে যে যাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করেই ছেড়ে দেয়। এলাকার শাসক দলের নেতার অভিযোগ পুলিশ পঞ্চায়েতের সদস্যদের সাথে কোন রকম কথা না বলে তাস খেলার আসর থেকে তিনজনকে ধরে থানায় নিয়ে এসেছে। নেশা কারবারিদের তারা গ্রেপ্তার করে না। কিন্তু প্রশ্ন হল রাতের বেলা এলাকায় চায়ের দোকানের সামনে বসে কারা তার সে আসল জমায় সেটা ভালো করেই জানে এলাকার অভিজ্ঞ মহল। সুতরাং এদিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কাপুরুষত্বে প্রমাণ দিয়েছে সুশাসন জামানার নেতাদের কাছে। এতে কালিমা লিপ্ত হবে সরকার প্রশাসন।