স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নতুন পরিকল্পনা আয়ুষ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার। রাজ্যের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত ৩৮ জন আয়ুষ সি এইচ ও নিয়োগ পেয়েছেন। তারা বিভিন্ন সেন্টার গুলিতে কর্মরত রয়েছে।
মূলত তাদের নিয়েই এই ১৪ দিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। সোমবার ষ্টেট আয়ুষ মিশন ত্রিপুরার উদ্যোগে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে প্রশিক্ষণ পর্ব। এই প্রশিক্ষণে সমস্ত জেলার সি এম ও-রা অংশ নেন। উপস্থিত ছিলেন আয়ুষ এস এ এম টি- ডাঃ সুব্রত দেব, এন এইচ এম -র মেম্বার সেক্রেটারি ডাঃ কমল রিয়াং, ডি এইচ এস- ডাঃ শৈবাল চন্দ্র পণ্ডিত, ডাঃ প্রশান্ত ভৌমিক সহ অন্যান্যরা। আয়ুষের অভিন্নতা নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়।