Sunday, January 19, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতালে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সদের বিক্ষোভ

জিবি হাসপাতালে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : কোভিড অতিমারির সময় নিয়োগ হওয়া স্টাফ নার্সদের নিয়মিত করা এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে জিবি হাসপাতালের এম এস -এর কক্ষের সামনে তারা বিক্ষোভ দেখায় সোমবার। এদিন বিক্ষোভরত স্টাফ নার্সদের অভিযোগ ২০২২ সালে তারা কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ হয়েছিলেন। তারপর নির্দিষ্ট সময় চাকরি করার পর ৯ মাস তাদের বসিয়ে রাখা হয়। ২০২৩ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের আবারও নিয়োগ করা হয়।

 তারপর তাদের তিন মাসের বকেয়ার টাকা রেখে দু মাসের জন্য আবারও বসিয়ে রাখা হয়। কিন্তু এখন আবার দু মাসের জন্য তাদের নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে দিয়ে তারা সূত্রে জানতে পারে স্বাস্থ্য দপ্তরের ফান্ডে অর্থ নেই। তাই তাদের অভিযোগ বকেয়া টাকা না মিটিয়ে তাদের এভাবে নিয়োগ না করার জন্য। এবং মাত্র দু মাসের জন্য তাদের নিয়োগ না করে নিয়মিত করা কিংবা তাদের ১১ মাসের জন্য নিয়োগ করার দাবি জানান। পরবর্তী সময় এই দাবি নিয়ে তারা জিবি হাসপাতালে এমএস সঞ্জীব দেববর্মার সাথে দেখা করতে যায়, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় তারা আরো উত্তেজিত হয়ে পড়ে। তাদের আরো বক্তব্য এভাবে কিছুদিন পরপর তাদের নিয়োগ করে ভবিষ্যৎ এক অনিশ্চয়তা দিকে ঠেলে দিচ্ছে। তারা জানান বর্তমানে তারা ১০০ জন রয়েছে। জীবন ঝুঁকি নিয়ে তারা কোভিড অতিমারির সময় দায়িত্ব পালন করেছেন। এবং তারা বর্তমানে লক্ষ্য করতে পারছে হাসপাতালে স্টাফ নার্সের চরম সংকট রয়েছে। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে কর্মী সংকটে ভুগছে রোগীরা। মুখ্যমন্ত্রীর সাথে দু’বার চিঠি দিয়ে দেখা করার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু সুযোগ পায়নি বলে জানান তারা। তারা এই দিন হুঁশিয়ারি দিয়ে জানান যদি ইতিমধ্যে সরকার তাদের নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য