Sunday, January 26, 2025
বাড়িরাজ্যআই আর পি স্থাপনের ভূমি পূজায় অংশ নিলেন মেয়র

আই আর পি স্থাপনের ভূমি পূজায় অংশ নিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : আগরতলা শহরে পানীয় জলের তীব্র সমস্যা নিরসনের জন্য ১৮২ কোটি টাকা ব্যয় করে মোট ২৬ টি আই আর পি বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। ভারত সরকারের অটল জলধারার অমৃত টু প্রকল্পের অধীন বিশুদ্ধ পানীয় জলের উৎস হিসেবে এই আই আর পি স্থাপন করা হবে।

 বৃহস্পতিবার ১৩ নং ওয়ার্ডের বিটারবনে এই প্রজেক্টের একটি আই আর পি স্থাপন করার জন্য ভূমি পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। পরে মেয়র জানান আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের সংকট সৃষ্টি হয়েছে। তাই আগরতলা পুর নিগম, নগর উন্নয়ন দপ্তর এবং জল বোর্ড যৌথভাবে সংকট রুখতে চেষ্টা করছে। এখন পর্যন্ত ২৬ টি ডিপ টিউবওয়েল বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

আরো কুড়িতে জায়গায় পানীয় জলের জন্য এই ব্যবস্থা করতে কিছুটা জমির সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা নিরসন করে আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় তিন শতাধিক পরিবার উপকৃত হবে। দীর্ঘ ২৫ বছর ধরে এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার দাবি উঠেছে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে এই পানীয় জলের উৎস স্থাপন করছে নিগম।মেয়র ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র ও কর্পোরেটর হীরালাল দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য