Friday, January 17, 2025
বাড়িরাজ্যশ্রী শ্রী রাধা মদন মোহন জিও মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

শ্রী শ্রী রাধা মদন মোহন জিও মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : নাস্তিক থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরা রাজ্য। বৃহস্পতিবার রাজধানীর গ্রেন্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় শ্রী শ্রী রাধা মদন মোহন জীউ মন্দিরের শিলান্যাস করে এমনটা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি প্রচারনি সভার উদ্যোগে রাজধানীর গ্রেন্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় শ্রী শ্রী রাধা মদন মোহন জীউর মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন বিশাল একটা চিন্তা ভাবনা নিয়ে শ্রী শ্রী রাধা মদন মোহন জীউর মন্দির স্থাপন করা হচ্ছে। এইখানে চিকিৎসা কেন্দ্রও থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন গত কয়েকবছর ধরে ত্রিপুরা রাজ্যে আস্তিকের বাতাবরণ দেখা যাচ্ছে। নাস্তিক থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরা রাজ্য। ঠাকুর বাড়িতে গেলে একটু অন্য রকম অনুভুতি উপলব্ধি করা যায়। মন্দির এবং মন্দিরের সাথে যুক্তদের প্রতি সম্মান জানানো উচিত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রাম প্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, জগন্নাথ জিও মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য