Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত ৭

দুর্ঘটনায় আহত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই শিশু সহ মোট সাত জন। আহতরা হল রিমা বেগম, মর্জিনা বেগম, সফর জাহান, সাবিনা আক্তার এবং সাত বছরের শিশু উম্মে হাবিবা।

ঘটনা বিশালগড় থানাধীন সিপাহীজলা ফাস্ট গেইট সংলগ্ন এলাকায়। জানা গেছে TR 01 BW 0316 নম্বরের টাটা টিগোর গাড়িটি বক্সনগর থেকে বিশালগড় হয়ে বিশ্রামগঞ্জের দিকে যাওয়ার সময় সিপাহীজলা অভয়ারণ্যের প্রথম গেইট সংলগ্ন এলাকায় পৌঁছাতেই অপর দিকে থেকে আসা TR 01 AT 0769 নম্বরের বোলোরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টাটা টিগোর গাড়িতে থাকা পাঁচ জন যাত্রী গুরতর এবং দুইজন অল্প বিস্তর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজন শিশু সহ তিনজনের জখম গুরতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য