Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যকর্মসূচি হাতে নিয়েছে বাম নারী সংগঠন

কর্মসূচি হাতে নিয়েছে বাম নারী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : যৌন নির্যাতনের শিকার হয়ে দিল্লির যন্তর মন্তরে কুস্তিগারদের আন্দোলন চলছে। এই যৌন নির্যাতনের ঘটনার বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি।

সারা রাজ্য থেকে প্রায় ৭ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ১ জুন পশ্চিম জেলা শাসকের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক গণ স্বাক্ষরের প্রতিলিপি তুলে দেওয়া হবে। এই গণ স্বাক্ষরের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে দাবি জানানো হবে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত সাংসদ বীজ ভূষণ স্মরণ সিং এবং মন্ত্রী সন্দীপ সিংহ-কে গ্রেফতার করে কঠোর শাস্তি ব্যবস্থা করার জন্য।

বুধবার সন্ধ্যার সিপিআইএম পশ্চিম জেলা কমিটি অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস। তিনি আরো বলেন আগামী ১ জুন থেকে সাত জুন পর্যন্ত রাজ্যের বাকি সাতটি জেলা থেকে জেলা শাসক মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হবে। পাশাপাশি আগামী ১ জুন বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু শ্রম বন্ধ করার শ্লোগান তোলা হয়েছে বলে জানান তিনি। এবং মানুষের কাছে বার্তা পৌঁছানো হবে শিশুকে চায়ের দোকানে নয় স্কুলে পাঠাও। কর্মসূচিতে অনুষ্ঠিত হবে বটতলা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য