স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কর্পুরেটরগণ।
এদিন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সম্প্রতি এক লক্ষ ৩০ হাজারের অধিক যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে রাজ্য সেই বিষয়ে। এর পাশাপাশি বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রাপ্ত ঘর কতটা সম্পূর্ণ হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয় কর্পোরেটরদের কাছ থেকে। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোয়াড ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।