Thursday, January 16, 2025
বাড়িরাজ্যজন প্রতিনিধিদের সাথে বিডিও -দের সম্পর্ক আরো বেশি বাড়াতে হবে : মুখ্যমন্ত্রী

জন প্রতিনিধিদের সাথে বিডিও -দের সম্পর্ক আরো বেশি বাড়াতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে :  রাজ্য সরকার কেন্দ্রের সরকারের কাছে যা চায় তাই পায়। এর সুফল হলো একমাত্র ডাবল ইঞ্জিন সরকার। বুধবার রাজধানীর প্রজ্ঞাভবনে বিভিন্ন ব্লকের বিডিও -দের নিয়ে আয়োজিত কর্মশালায় এমনটাই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহ গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্প রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের।

সেগুলি নিয়ে এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন ব্লকের বি ডি ও সহ অন্য আধিকারিকরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এসব প্রকল্প গুলি সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, দিল্লি থেকে যে প্রকল্প গুলি আনা হয় সেগুলি বি ডি ও সহ অন্য আধিকারিকরা রুপায়ন করেন, এতে দ্বিমত নেই। সব জায়গায় ভালো পারফরম্যান্স সম্ভব হয়েছে বি ডি ও- দের জন্যই। নতুন করে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞাপন করা হবে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত বডির সঙ্গে বি.ডি.ও- দের সম্পর্ক আরও বেশি শক্তিশালী করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন জনপ্রতিনিধিদের সাথে বিডিও  -দের যোগাযোগ আরও বেশি সুদৃঢ় করতে হবে। তাহলে উন্নয়নমূলক কাজে আরও বেশি গতি আসবে। কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এক লক্ষ ঘর চাওয়ার পর এক লক্ষ ৩০ হাজার ৬৯৫ টি ঘর দেওয়া হয়েছে।

 ২০১৮ সালের আগে মাত্র ২৪,৯৯০ টি ঘর ত্রিপুরা রাজ্য পেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর জন্য সংকল্প বদ্ধ হয়ে দায়িত্ব পালন করছেন। আর সেই দিশাতেই এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন কর্মশালায় রেগা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন স্কিম নিয়ে সচিব, অধিকর্তারা আলোচনা করেন। বুধবার উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, অধিকর্তা সহ অন্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য