স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : সম্প্রতি উদয়পুর মহকুমা রাইয়াবাড়ী এলাকায় বুল ডজার দিয়ে সাতটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছে আমরা বাঙালি। বুধবার আমরা বাঙালি পক্ষ থেকে শিবনগর স্থিত রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভের সামিল হয় কর্মীরা। উপস্থিত আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল জানান রাইয়াবাড়ীতে সরকার অমানবিকভাবে উচ্ছেদ করেছে সাতটি পরিবারকে।
অসহায় পরিবারগুলি ১৯৯৯ সালে উগ্রপন্থীর যন্ত্রণায় ঘরবাড়ি ছাড়া হয়। তারপর সরকারের সহযোগিতা তারা রাইয়াবাড়ী এলাকায় মাথা গুজার স্থান পায়। কিন্তু তারপর স্থানীয় জনজাতি অংশের মানুষ তাদের মধ্যে বিরূপ তৈরি করে। শেষ পর্যন্ত সরকার এই সাতটি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য বনদপ্তরের সহযোগিতা নেয়। এবং গত কয়েকদিন আগে তাদের বুল ডজার দিয়ে সেখান থেকে অমানবিকভাবে উচ্ছেদ করে সরকার। এই ঘটনার তীব্র নিন্দা জানায় আমার বাঙালি। এ ধরনের ঘটনা মনে করিয়ে দেয় ১৯৮০ জুনের গণহত্যার কথা। হাজার হাজার বাঙালি তখন গৃহহীন হয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয় বহু বাঙালির বাড়িঘর। তাদের পুনর্বাসন না দিয়ে সরকার মিজোরাম থেকে আসা শরণার্থীদের জন্য দিল্লি থেকে ৬০০ কোটি টাকার প্যাকেজ নিয়ে এসে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। রাজ্যে কংগ্রেস, সিপিআইএম এবং বর্তমানে বিজেপি সব আমলেই বাঙালিদের উপর তোষণ নীতি চলছে। সরকারের এই নীতির বিরুদ্ধে আন্দোলন করে এসেছে আমরা বাঙালি, এবং আগামী দিনে করবে। আমরা বাঙালি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যতদিন না পর্যন্ত ১৯৮০ দাঙ্গা ও বর্তমানে উচ্ছেদ হওয়ার সাতটি পরিবারকে পুনর্বাসন সহ আর্থিক সহযোগিতা করা হবে ততদিন আন্দোলন চলবে বলে জানান রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।