স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : গরু পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। প্রতিদিনই আটক হচ্ছে বার্মিজ গরু। দামছড়া থানার পুলিশ সোমবার রাতে মজাপর নগর এলাকা থেকে ১২ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়। পুলিশ একই সাথে আটক করা হয় তিন গরু পাচারকারীকে।
জানা যায় সোমবার গভীর রাতে দামছাড়া থানার পুলিশের কাছে খবর আসে মিজোরাম হয়ে দামছড়া থানা এলাকা দিয়ে একটি ১২ চাকার লরিতে করে বার্মিজ গরু পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং টি.এস.আর জওয়ানরা দামছাড়া থানার বিভিন্ন এলাকায় উৎ পেতে বসে থাকে। অবশেষে গভীর রাতে দামচড়া থানার অন্তর্গত মজাপর নগর এলাকা থেকে লরিটি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ১২ টি বার্মিজ গরু। আটক করা হয় গাড়িতে থাকা তিন গরু পাচারকারীকে। ধৃতরা হলো মেলাঘরের বাসিন্দা লিটন মিয়া, মতিনগর এলাকার বাসিন্দা জামাল হোসেন এবং দামছড়া এলাকার বাসিন্দা আব্দুল ফাতার। দামছড়া থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।