Saturday, January 25, 2025
বাড়িরাজ্যঘুষ না দেওয়ায় রাবার বাগান কেটে ধ্বংস করে দেওয়ার অভিযোগ ফরেস্ট অফিসারের...

ঘুষ না দেওয়ায় রাবার বাগান কেটে ধ্বংস করে দেওয়ার অভিযোগ ফরেস্ট অফিসারের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : ঘুষ না দেওয়ায় রাবার বাগান কেটে ধ্বংস করার অভিযোগ এক ফরেস্ট অফিসারের বিরুদ্ধে। এই ফরেস্ট অফিসারের নাম প্রসেনজিৎ বণিক। অভিযোগ গোমতী জেলার যতনবাড়ি শান্তি কলোনি এলাকার রাজ্য সরকারের কাছ থেকে টিলা ভূমির পাট্টা পেয়ে একই এলাকার লিটন শীল নামে এক যুবককে নিয়ে গত দুই বছর আগে ৫ কানি জায়গায় মোট ৩৫০ টি রাবার গাছ লাগায়।

 তারপর কিছুদিন আগে যতনবাড়ি ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিক লিটন শীলকে ডেকে নিয়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। এবং বলা হয় যদি টাকা না দেওয়া হয় তাহলে রাবার বাগান কেটে ধ্বংস করে দেওয়া হবে। যদিও লিটন শীল প্রসেনজিৎ বনিককে জায়গার পাট্টা দেখায় কিন্তু তাতেও কোন লাভ হবে না বলে জানিয়ে দেয় ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক। পরে গত রবিবার বিকাল তিনটা নাগাদ ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিক অন্যান্য কর্মীদের নিয়ে অবৈধভাবে লিটন শীল এবং পাট্টার মালিকের সম্পূর্ণ রাবার বাগান কেটে ধ্বংস করে দেয়।

 তাও আবার সরকারি কোন নোটিশ ছাড়াই বলে অভিযোগ। পরে নিরুপায় হয়ে লিটন শীল সোমবার বন দপ্তরের পি সি সি এফ এর কাছে লিখিত অভিযোগ জানান। মঙ্গলবার লিটন শীল গোমতী জেলার ডি এফ ও -এর ঘটনা বিস্তারিত জানিয়ে অভিযোগ করতে গেলে ডি এফ ও সাহেব লিটনের সাথে দুর্ব্যবহার করেন। জানা গেছে ফরেস্ট অফিস প্রসেনজিৎ বণিকের এই অবৈধ কর্মকাণ্ডের ঘটনা জানিয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা। তাদের দাবি রাবার বাগান করে তুলতে তাদের যে পরিমাণ টাকা খরচ হয়েছিল সেই টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিকের। এদিকে যতনবাড়ি ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিকের এই ধরনের অবৈধ কর্মকান্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে প্রসেনজিৎ বণিকের বিরুদ্ধে শাস্তির দাবি উঠছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য