Friday, January 24, 2025
বাড়িরাজ্যবাড়ির লোকের উপস্থিতিতে চোরের থাবা

বাড়ির লোকের উপস্থিতিতে চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : চোরের উৎপাতে অতিষ্ট আমজনতা। বাড়িতে লোকজনের উপস্থিতিতেই চোরের দল থাবা বসাচ্ছে মানুষের বাড়ি ঘরে। বুধবার রাতে এমন ঘটনা ঘটে বিশাল গড় থানা এলাকায়। অভিযোগ গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে চোর। আলমারির তালা ভেঙ্গে স্বর্ণের জিনিস সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল।

বিশালগড় থানার অন্তর্গত উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের আচার্য পাড়া সংলগ্ন এলাকায় অর্জুন দেবনাথর বাড়ীতে হানা দেয়। বৃহস্পতিবার সকাল বেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখতে পায় ঘরের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে চিৎকার জুড়ে দেয় অর্জুন দেবনাথ এবং তার স্ত্রী মোনালিসা দেবনাথ। গোটা গ্রামের মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। এই ঘটনায় হতবাক বাড়ির মালিকসহ এলাকাবাসী। অভিযোগ বিশালগড় থানার পুলিশ রাতের আঁধারে এই সমস্ত এলাকাতে কোন টহলদারি করে না বলে দিন দিন বেড়ে চলেছে চুরির ঘটনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য