Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেন হুদা সংগঠন

মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেন হুদা সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : গত ২২ মে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কার্যকারিনী বৈঠকে উপস্থিত হয়ে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের প্রসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, যাতে প্রদ্যোত কিশোর দেববর্মণকে মহারাজা না বলা হয়। এর পরিপেক্ষিতে বুধবার কৃষ্ণনগর স্থিত দলীয় কার্যালয়ে কাউন্সিল অফ তিপ্রাসা হুদার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় মহারাজাকে মহারাজা বলতে না করা অন্যায়।

কারণ প্রদ্যোত কিশোর দেববর্মনের পূর্বপুরুষরা এ রাজ্যে রাজন্য আমল থেকে বাস করে আসছেন। অর্থাৎ একসময় মহারাজার জন্মভূমি ছিল ত্রিপুরা। তাই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এভাবে মন্তব্য করা মুখ্যমন্ত্রীর উচিত নয়। এবং এখনো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ মহারাজার হয়ে দায়িত্ব পালন করছেন। এভাবে ঘৃণা ছড়ানো ঠিক নয়। মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক বলে জানান তারা। আরো বলেন মুখ্যমন্ত্রীর রাজ্যের বিকাশ না করে এ ধরনের একদলীয় কাজ করা উচিত নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য