Wednesday, June 19, 2024
বাড়িরাজ্যসি ডি পি ও -র অফিসে তালা ঝুলাল অঙ্গনওয়াড়ি কর্মীরা

সি ডি পি ও -র অফিসে তালা ঝুলাল অঙ্গনওয়াড়ি কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : বিগত মাসের বেতন না পেয়ে সিডিপিও অফিসে তালা ঝুলাল অঙ্গনওয়াড়ি কর্মীরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, মে মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও গত এপ্রিল মাসের বেতন এখনও পায় নি অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিষয়টি জানতে অফিসে গেলে সিডিপিও সাহেব গায়েব হয়ে যান বলে অভিযোগ।

যথারীতি খুমলুং এ প্রিন্সিপাল অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়ে দেন মনু সিডিপিও অফিস থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনের যে রিকোজিশন পাঠানো হয়েছে তা সম্পূর্ণ ভুল ছিল। তাই বেতন সময়মত হয়নি। মনু সি ডি পি ও অফিসের গাফিলতিতে শতশত অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতনহীন হয়ে রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা সম্মিলিতভাবে বেতনের দাবিতে মনু সিডিপিও অফিসে আসে। কিন্তু আজও নিত্য দিনের মতো সিডিপিও সাহেবের খোঁজ নেই। তাই বাধ্য হয়ে তারা অফিসে তালা ঝুলিয়ে দেয় অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় বেতন না মেটানো পর্যন্ত মনু সিডিপিও অফিসের অন্তর্গত প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য