স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : নারকীয় ঘটনার শিকার আট বছরের শিশু কন্যা। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকায়। অভিযুক্ত বিজয় দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বিজয় দাসের বয়স ২৪ বছর। শিশু কন্যার পরিবারের অভিযোগ তেলিয়ামুড়া থানা এলাকায় গত বৃহস্পতিবার ৮ বছর বয়সী শিশু কন্যাকে একই এলাকার ২৪ বছর বয়সি এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মুখ না খুলতে হুমকি দেয় শিশু কন্যাকে। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ।
এই ভয়ে শিশুকন্যা কাউকে কিছু না জানালেও মঙ্গলবার বিকেল নাগাদ পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে। উপসর্গ গুলি প্রত্যক্ষ করে শিশু কন্যাকে জিজ্ঞেস করা হলে সে বিষয়টি জানায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তারপর এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ২৪ বছর বয়সী অভিযুক্ত বিজয় দাস’কে আটক করে উত্তম মধ্যম দেয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে নিজেদের হেপাজতে নেয়। পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়।