Friday, January 24, 2025
বাড়িরাজ্যটিবি মুক্ত রআজ্য গড়তে সচেতন মূলক কর্মসূচির সূচনা

টিবি মুক্ত রআজ্য গড়তে সচেতন মূলক কর্মসূচির সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : টি বি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বুধবার রাজ্য ভিত্তিক কর্মসূচির সূচনা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে “টি বি হারবে, ত্রিপুরা জিতবে” এই শ্লোগানকে সামনে রেখে রাজ্য ভিত্তিক কর্মসূচির সূচনা করেন মেয়র দীপক মজুমদার। টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে টিবি মুক্ত পঞ্চায়েত পড়ার পরিকল্পনার উপর ৮ জুলাই ২০২২ -এ কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রক এবং সেন্ট্রাল টি বি ডিভিশনের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়।

উদ্দেশ্য ছিল টিবি রোগ সম্পর্কিত সমস্যা অনুসন্ধান করা এবং তার সমস্যা নিরসন করা এবং সেইসঙ্গে পঞ্চায়েতকে টিবি মুক্ত করা। টিবি রোগ নির্মূলীকরণের লক্ষ্যে “প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান”- এর অঙ্গ হিসেবে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। একটি গ্রাম পঞ্চায়েতকে টিবি মুক্ত হিসেবে তখনই ঘোষণা করা হবে, যখন নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ যোগ্যতাগুলি পূরণ করতে পারবে। এর মধ্যে রয়েছে টি বি সনাক্তকরণ করা বছরে ১ হাজার জনসংখ্যার মধ্যে কমপক্ষে ৫০ জন। নিক্ষয় পোষণ যোজনায় প্রত্যেক মাসে প্রত্যেক টিবি রোগীকে চিকিৎসা চলাকালীন ৫০০ টাকা প্রদান করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিন জে কে সিনহা , স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশিস বসু , জেলা শাসক, স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য