Sunday, May 28, 2023
বাড়িরাজ্যপার্কের মধ্যে ওয়ার্ড অফিস নির্মানের ঘটনায় বিক্ষোভে সামিল প্রমীলা বাহিনী

পার্কের মধ্যে ওয়ার্ড অফিস নির্মানের ঘটনায় বিক্ষোভে সামিল প্রমীলা বাহিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : কৃষ্ণনগর স্থিত ঠাকুর প্রভাত চন্দ্র পার্কের মধ্যে ১৯ নং ওয়ার্ড অফিস নির্মানের কাজ ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমান পুর নিগম প্রতিষ্ঠিত হওয়ার পর পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পার্কের মধ্যে একটি ওপেন জিম খোলা হয়েছে। এলাকাবাসী উৎসাহিত হয়ে সকাল – সন্ধ্যা এই পার্কের মধ্যে এসে শরীর চর্চা এবং সময় কাটায়।

 কিন্তু সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে পার্কের মধ্যে কিছু অংশ জোড়ে ওয়ার্ড অফিস নির্মাণ করার। আর কাজ শুরু হওয়ার পর বুধবার বিক্ষোভে সামিল এলাকার প্রমীলা বাহিনী। তাদের বক্তব্য এলাকায় এ পার্ক নির্মাণ হওয়ার পর এলাকাবাসীর অনেকটা সুবিধা হচ্ছে। কারণ শহরের মধ্যে ঘনবসতি হওয়ায় শ্বাস নেওয়া জায়গা নেই। ছেলেমেয়েরা যেমন এই পার্কে খেলাধূলা করার একটা স্থান পেয়েছে তেমনি প্রবীণ ব্যক্তিদের শরীরচর্চা এবং হাঁটার একটা ব্যবস্থা হয়েছে। পাশাপাশি পূজা পার্বণে এবং বিশেষ দিনে এলাকার বাসী একটি আনন্দ উপভোগ করার মত জায়গা হল এই পার্কটি।

 সকলে সমবেত হয়ে আড্ডায় মেটে উঠে। কিন্তু আচমকা নিগম কর্তৃপক্ষ মাঠের মধ্যে ওয়ার্ড অফিস নির্মাণ করতে কাজে হাত লাগিয়েছে। তাতে নিগম কর্তৃপক্ষের সাথে সহমত পোষণ করতে পারছে না এলাকাবাসী। এলাকাবাসীর আরো অভিযোগ কর্তৃপক্ষ এলাকার পার্কটি ব্যবহার করে কোন ধরনের ওয়ার্ড অফিস না নির্মাণ করার জন্য মুখ্যমন্ত্রী, মেয়র, এলাকার বিধায়ক থেকে শুরু করে অনেকের কাছে চিঠি দিয়েছে। কিন্তু স্থানীয় ক্লাবের কতিপয় কিছু লোকের কারণে পার্কের মধ্যে নির্মাণ করা হচ্ছে ওয়ার্ড অফিসটি। এর তীব্র বিরোধিতা জানায় এলাকাবাসী। এলাকাবাসী আরো জানায়, বহু স্থান রয়েছে যেখানে ওয়ার্ড অফিস গড়ে তোলা যায়। কিন্তু এই পার্কটি বেদখল করে ওয়ার্ড অফিস করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়ে বিক্ষোভ জানায় তারা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য