সিডনি, ২৩ মে (হি.স.) : “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিই অসাধারণ মানুষ। ওঁর সঙ্গে দেখা করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।” এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার সেলিব্রিটি শেফ সারাহ টোড।
নোবেলজয়ী ব্রায়ান পল স্মিটের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার সেলিব্রিটি শেফ সারাহ টোডও। মঙ্গলবার তাঁর সঙ্গেও দেখা করেছে মোদী । বৈঠক শেষে সারাহ বলেন,”প্রধানমন্ত্রী মোদী সত্যিই অসাধারণ মানুষ। ওঁর সঙ্গে দেখা করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মনে হয়, উনি সত্যিই একটা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। উনি ভীষণভাবে মানুষকে প্রভাবিত করতে পারেন।”
অস্ট্রেলিয়ার ওই সেলিব্রিটি শেফ ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি বলেছেন, “মোদী যে কতটা প্রভাবশালী সেটা ওঁর সঙ্গে কথা বললেই বোঝা যায়।” ওই সেলিব্রিটি শেফ বলছেন, মোদীর জন্যই ভারতের প্রতি তাঁর ভালবাসার পুনর্জন্ম হল।