স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথি জামাই আপ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয়, সেই ভাবনা থেকেই জামাই বরণ। তবে পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককেও সুদৃঢ় করার ইচ্ছে লুকিয়ে আছে লৌকিকতার পিছনে।
জামাইকেও নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার মাধ্যম এই লোকাচার। এ বছর জামাইষষ্ঠী আগামী ২৫ মে। দুদিন আগেই রাজ্যের প্রধান বাজার গুলিতে এসে গেছে জামাইষষ্ঠীর ইলিশ। জামাইকে চাঁদপুরে ইলিশ দিয়ে এবার বরণ করে নেবে শাশুড়ি। তবে ইলিশের দাম অনেকটাই আকাশ ছোঁয়া। তবে দাম যেমন তেমন, বছরে একটা দিন জামাইয়ের জন্য বাজার থেকে ইলিশটা কিনবেই তার শ্বশুর বাড়ির লোকজন। বটতলা বাজারের এক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ বাজারে এসেছে। তবে মাছের ওজন বুঝে মূল্য নির্ধারণ করা হয়েছে।
বারোশো টাকা থেকে শুরু করে পনেরশো টাকা পর্যন্ত ইলিশ মাছের কিলো বিক্রি হচ্ছে বলে জানান এক ব্যবসায়ী। মঙ্গলবার দেখা গেছে বহু ক্রেতা আগে থেকেই বাজার মুখে হয়ে ইলিশ মাছ কিনছেন। ব্যস্ততায় তাদের সেদিন বাজার করার সময় নেই। তাই আগে থেকেই মাছ কিনে নিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দিচ্ছেন। সুতরাং বাজারে চাঁদপুরের ইলিশের চাহিদা রয়েছে বলে জানান এক ব্যবসায়ী।