Sunday, May 28, 2023
বাড়িরাজ্যসিপিআইএম নেতা সমীর দেব-কে শেষ শ্রদ্ধা

সিপিআইএম নেতা সমীর দেব-কে শেষ শ্রদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : শনিবার নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন সিপিআইএম নেতা সমীর দেব। প্রথম দিকে তিনি বিষয়টি গুরুত্ব দেন নি। পরবর্তী সময় শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওনাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ঐ দিনই জিবি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 তারপর ওনার মৃতদেহ জিবি হাসপাতালের মর্গে রাখা হয়। পুনে থেকে ওনার মেয়ে রাজ্যে আসার পর সোমবার মেয়ের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত সমীর দেব-র মৃতদেহ। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে। সেখানে সিপিআইএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা প্রয়াত সমীর দেব-কে শেষ শ্রদ্ধা জানান। সিপিআইএম নেতা পবিত্র কর জানান সমীর দেব একটা সময় সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক ছিলেন। দলের হয়ে সক্রিয় ভাবে কাজ করেছেন তিনি। এক বছর পূর্বে তিনি অসুস্থ হয়ে পরেন। তারপর থেকে দলের বিভিন্ন কাজ থেকে অব্যাহতি নেন। ওনার অকাল প্রয়াণে দলের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য