স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : স্মার্ট সিটিতে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য ত্রিপুরা জল বোর্ড এবং আগরতলা পুর নিগম এক বৈঠকে মিলিত হয়। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বৈঠকে পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ জল বোর্ডের বিভিন্ন আধিকারিকেরা। বৈঠকের পর মেয়র জানান, আগরতলা শহরে ৫১ টি ওয়ার্ডের মধ্যে বহু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে । মানুষ পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না। তাই মানুষের সমস্যা নিরসনের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। যে সমস্ত ওয়ার্ডগুলিতে জলের অস্বাভাবিক সমস্যা রয়ে গেছে সেগুলি সমাধানের জন্য আগে সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্ত অনুযায়ী কতটা সফলতা এসেছে, এবং যেসব ওয়ার্ডগুলিতে এখনো জলের সমস্যা রয়েছে সেসব এলাকায় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে জল বোর্ডের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় বলে জানান মেয়র।
তিনি জানান আগরতলা শহরে ৪৭ টি ডিপ টিউবওয়েল করা হবে। এর মধ্যে ২৪ টি ডি ডব্লিউ এস তৈরি করবে, বাকি ২৩ টি আগরতলা পুর নিগম করবে। তবে এর জন্য কিছু জমি নির্ধারণের সমস্যা হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি আরও ৫০টি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র। তিনি যদি আরো বলেন আগে পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মানুষের কিভাবে জল মিলবে তার জন্য সোর্সের ব্যবস্থা করা হয়নি। তাই এই সমস্যাতেও দ্রুত সমাধান করে কিভাবে শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তর এবং নিগম কর্তৃপক্ষ কাজ করে চলেছে বলে জানান মেয়র।