স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : দেশে এবং রাজ্যে নারীর সংক্রান্ত অপরাধ সংগঠিত হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। তাই প্রধানমন্ত্রী কাছে দোষীদের কঠোর শাস্তির দাবিতে গণস্বাক্ষর পাঠাতে সরব হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এক কর্মসূচির মধ্য দিয়ে নারী সমিতির গণস্বাক্ষর প্রদান করেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।
আমতলী বাইপাসে কলেজ ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনা এবং অমরপুরে দুই জনজাতি কিশোরীর উপর ধর্ষণকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি সহ ধর্ষণকারী বিজেপি’র ব্রিজ ভূষণ শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান চিঠিতে। উপস্থিত প্রাক্তন সংসদ তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী ঝর্ণা দাস বৈদ্য বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, যারা পার্লামেন্টে আইন তৈরি করেন তাদের মধ্যে বিজেপি’র ব্রিজ ভূষণ শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং মহিলা কুস্তিগারদের ধর্ষণের সাথে যুক্ত। এ ধরনের জনপ্রতিনিধি কলঙ্ক বহণ করে চলেছে। এর নিন্দা জানানোর ভাষা নেই। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে সম্প্রতি গণধর্ষণের ঘটনাগুলির বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ত্রিপুরা রাজ্যে অতীতে নারীদের উপর এ ধরনের বর্বরতা মূলক ঘটনা সংগঠিত হয়নি।
সম্প্রীতি আমতলী যে গণধর্ষণের ঘটনাটি সংগঠিত হয়েছে তা দিল্লি নির্ভয়া কান্ডকে পর্যন্ত হার মানায়। অপরদিকে অমরপুরে আরো দুই জনজাতি মেয়ে এ ধরনের ঘটনার শিকার হয়েছে। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে সংগঠিত হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনাগুলির সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উদ্দেশ্যে গণস্বাক্ষর চিঠি পাঠানো হবে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান ঝর্ণা দাস বৈদ্য।