স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : ডুম্বুর জলাশয় থেকে বেআইনিভাবে মাছ শিকার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল ৫ জন। পুলিশ তাদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত বিদ্যুতিক যন্ত্রপাতি আটক করে। জানা যায়, বৃহস্পতিবার গন্ডাছাড়া মহকুমা মৎস্য দপ্তরের কর্মীরা, বনদপ্তরের কর্মীরা এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে নেমে বেআইনিভাবে মাছ ধরার কারণে পাঁচজনকে জালে তুলে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা গ্রহণ করবে বলে জানান মৎস্য দপ্তরের আধিকারিক মদন ত্রিপুরা। দীর্ঘদিন ধরে এভাবে বেআইনিভাবে মাছ ধরার কাজে ব্যস্ত রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা বিভিন্ন ঔষধ এবং বিদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরে বাজারে বিক্রি করছে। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। নিয়মিত অভিযান না করার ফলে প্রতিনিয়ত ডুম্বুর চোরা শিকার বাড়ছে। প্রশাসনে লোক দেখানো অভিযান মাঝের মধ্যে না করে প্রতিনিয়ত করার জন্য দাবি উঠছে সাধারণ মানুষের কাছ থেকে।