স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : ২০১৮ সালে ক্ষমতার পরিবর্তনের পর ত্রিপুরার মানুষের চাল, চরিত্র ও চেহারার পরিবর্তন হয়েছে। ত্রিপুরার মানুষ স্বভিমানী হয়েছে। আত্ম নির্ভরশীল হয়েছে ত্রিপুরার মানুষ। নিজে কিছু করতে জানে। নতুন কিছু তৈরি করতে শিখেছে। সেই দিশাতে নতুন ত্রিপুরা তৈরি হয়েছে
। কেন্দ্র ও রাজ্যের যোজনার মাধ্যমে রাজ্যের মানুষ নতুন দিশা তৈরি করেছে। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে জন সমাবেশে সম্বোধন করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার মানুষের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এটাই ডাবল ইঞ্জিনের সরকার বলেও জানান তিনি। ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোডীর সঙ্গে থাকবে বলে দৃড় ভাবে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্যিয় সিন্ধিয়া বলেন আজকের দিন রাজ্যের মানুষের জন্য উৎসবের চাইতে কম নয়। স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই দিনটি। জেই ইতিহাস মাণিক্য রাজ বংশ আগরতলাকে নব রুপে নির্মাণের মাধ্যমে সূচনা করেছিল। সেই ইতিহাসে জড়িত রয়েছে বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুর। সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ত্রিপুরার। সংস্কৃতি, সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসের মেল বেন্ধন রয়েছে ত্রিপুরায়।
এদিনের জন সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, সাংসদ বিনোদ সোনকর সহ মন্ত্রী সভার সদস্যরা। এদিন স্বামী বিবেকানন্দ ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ।