স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : ২০০৯ সালে ৪ জানুয়ারি মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের। তারপর থেকে প্রতিবছর প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এ বছরও দিনটি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পালন করা হয়।
প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন জাতি ও উপজাতির মধ্যে মৈত্রী তৈরি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। তিনি মুখ্যমন্ত্রীর থাকাকালীন সময়ে বেকারদের চাকরি দেওয়া এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা দিকে রেকর্ড করেছিলেন। শিক্ষা প্রসারের জন্য কাজ করেছেন। তিনি রাজ্যবাসীর কাছে জনপ্রিয় নেতা ছিলেন বলে জানান বীরজিৎ সিনহা।